• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব, চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০০

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

চীনে ক্রমে মহামারির আকার নিয়েছে করোনাভাইরাস। শ্বাসকষ্টজনিত এই রোগ ছড়ানোর ভাইরাস ঘিরে আতঙ্কে কাঁপছে বিশ্ব। চীনের প্রতিবেশী মঙ্গোলিয়া, রাশিয়া, নেপাল, রাশিয়া, ম্যাকাও, জাপান, মায়ানমার, ভারত ও পাকিস্তানসহ আরও কিছু দেশে প্রবল আতঙ্ক। বিভিন্ন গণমাধ্যম বলছে, সর্বশেষ পাওয়া তথ্যে চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০০ জনে। একইসঙ্গে ২০ হাজারের বেশি আক্রান্ত।

এর আগে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মঙ্গলবার নতুন করে ৬৫ জনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৯০ জন। আর বেসরকারি বিভিন্ন সংস্থার রিপোর্ট বুধবার সকালে সেই সংখ্যা ৫০০ জনে গিয়ে ঠেকল। করোনাভাইরাসের ভয়ে চীন সংলগ্ন একের পর এক দেশের সীমান্ত বন্ধ হতে শুরু করেছে। ক্রমে আন্তর্জাতিক দুনিয়া থেক বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন। 

বিবিসি, আল জাজিরা ও চীনা সংবাদ মাধ্যম জিনহুয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, বুধবার প্রায় ৫০০ জনের কাছাকাছি পৌঁছেছে মৃতের সংখ্যা। অচিরেই এই সংখ্যা আরও বাড়বে। চীনের প্রতিবেশী সব রাষ্ট্রে ছড়িয়েছে প্রবল ভয়। কারণ করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণ। চীনের পর সব থেকে বেশি মৃতের সংখ্যা জাপানে। ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই দেশে।

আজকের খুলনা
আজকের খুলনা