• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সৌদির বিমানবন্দর-তেল স্থাপনায় ফের হামলা

আজকের খুলনা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথির সামরিক শাখা জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলার জবাবে তারা দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

হুথির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি সংবাদ সম্মেলনে জানান, ‘সৌদি আরবের জিজান, আবহা ও নাজরান প্রদেশের বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনায় মোট ২৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।’ গত ২৫ থেকে ৩০ জানুয়ারি সময়ে এসব হামলা হয়েছে বলে জানান তিনি।

হুথির মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সারি আরও জানান, ‘কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে, সৌদি আরবের বিমান হামলার জবাবে তাদের তেলস্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে হবে। এসব হামলায় শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকশ সেনা পালিয়ে গেছে।’

হুথি বিদ্রোহীরা যেসব বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব সেসব বিমানবন্দর সামরিক কাজে ব্যবহার করে বলে দাবি করা হয়েছে পার্স ট্যুডের প্রতিবেদনে। এর আগে, গত ১৪ সেপ্টেম্বর সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো স্থাপনায় ড্রোন হামলা চালায় হুথিরা। তখন বিশ্বের সর্ববৃহৎ এই তেল কোম্পানির উৎপাদন অর্ধেক নামে।

ওই হামলার দায় স্বীকার করেছিল হুথি। কিন্তু সৌদি আরব ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র দাবি করে, হুথি নয় ওই হামলা চালিয়েছে ইরান। কিন্তু ইরান তা অস্বীকার করে। তবে সৌদি ও যুক্তরাষ্ট্র উভয়ই ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি বলে প্রমাণ হাজির করে। তারপর কিছুদিন এই নিয়ে উত্তেজনা চলে উভয়পক্ষের মধ্যে।

আজকের খুলনা
আজকের খুলনা