• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

দাবানল ছড়িয়ে পড়ায় ক্যানবেরায় জরুরি অবস্থা জারি

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

ক্যানবেরায় দুই দশকের মধ্যে এটাই ভয়াবহ অগ্নি সতর্কতা। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

ক্যানবেরায় দুই দশকের মধ্যে এটাই ভয়াবহ অগ্নি সতর্কতা বলে জানিয়েছেন কর্মকর্তারা। ২০০৩ সালের ভয়াবহ দাবানলের পর এবার আবারো দাবানল মারাত্মক আকার ধারণ করেছে অঞ্চলটিতে। এরই মধ্যে সাড়ে ১৮ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে সেখানে।

আজ ক্যানবেরায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস আর ভারি বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এলাকা ছেড়ে সরে যাবার ঘোষণা যেকোনও সময় আসতে পারে, তাই বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। ক্যানবেরায় চার লাখ লোকের বাস।

গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় দাবানলে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা