• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

করোনাভাইরাস : বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা, চীনে মৃত ২১৩

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক জরুরি বৈঠকের পর সংস্থাটির তরফ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ভাইরাসটি এখন কেবল চীনের উদ্বেগের বিষয় নয় বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০৪ জনে। দেশটিতে করোনাভাইরাসে ৯ হাজার ৬শ’ ৯২টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এছাড়া চীনের বাইরে ১৮টি দেশে প্রায় ১০০টি সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে বিভিন্ন দেশে তাদের নাগরিকদের চীন থেকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এয়ার ফ্রান্স, আমেরিকান এয়ারলাইনস এবং ব্রিটিশ এয়ারওয়েজ সহ বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা চীনগামী ও চীন থেকে আগত সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। চীনের হুবেই প্রদেশের ৬০ মিলিয়ন মানুষ প্রকৃত অর্থে বন্দিদশায় জীবনযাপন করছে।

প্রদেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, হুবেইতে নতুন করে আরও ১,২২০টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে, প্রদেশটিতে মোট ৬ হাজারের কাছাকাছি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা