• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কারাবন্দি শিক্ষককে হত্যা, ২৯ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

সুদানে কারাবন্দি এক শিক্ষককে নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িত ২৯ গোয়েন্দা কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।

সোমবার এ রায় ঘোষণা করা হয়। একসাথে এত সংখ্যক গোয়েন্দা কর্মকর্তার মৃত্যুদণ্ডাদেশকে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, গত জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশির বিরোধী আন্দোলন থেকে আটক করা ওই শিক্ষককে। এরপর কারাগারে তার ওপর চালানো হয় নির্যাতন। এতে তিনি কারাগারেই মারা যান।

এ হত্যাকাণ্ডের মামলায় জড়িত চার গোয়েন্দা কর্মকর্তকে দেয়া তিন বছর করে জেল দেয়া হয়েছে। এছাড়া কোন সম্পৃক্ততা না পাওয়ায় ৭ জনকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ‘সুদানিস প্রোফেশনাল অ্যাসোসিয়েশন’।

আজকের খুলনা
আজকের খুলনা