• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কঙ্গোতে ভয়াবহ হামলায় ২৩ বেসামরিক নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বহু মানুষ। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায়নি। স্থানীয় কর্মকর্তারা এ হামলার জন্য বিদ্রোহী যোদ্ধাদের দায়ী করেছেন।

পুলিশ এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার রাতভর দেশটির পূর্বাঞ্চলীয় বেনি প্রদেশের আপেতিনা-সানা এলাকায় হামলা চালিয়েছে এডিএফ দলের বিদ্রোহীরা। কঙ্গো ছাড়াও প্রতিবেশী উগান্ডায় সক্রিয় রয়েছে এই বিদ্রোহী দলটি।

বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা এএফপি নিউজ এজেন্সিকে বলেন, হামলা চালিয়ে বেসামরিকদের হত্যা করেছে এডিএফের যোদ্ধারা। তারা বেসামরিকদের বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

তবে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানাচ্ছে আল জাজিরা। কেননা সেখানে বেশ কয়েক ঘণ্টা যাবৎ স্থায়ী হয়েছে ওই হামলা। আর হামলায় হতাহতদের মরদেহ এখনও গুণে শেষ করতে পারেনি প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বেনি অঞ্চলের প্রশাসক দোনাত কিবওয়ানা বলেন, বিদ্রোহীরা গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা যাকে সামনে পেয়েছে তাকেই হত্যা করেছে। এমনকি নারী ও শিশুরাও তাদের হাত থেকে রেহাই পায়নি।

হামলার পর বহু লোকজন এলাকা ছেড়ে বেনি শহরে পালিয়ে গেছে। তারা সেখানে কোনো নিকটাত্মীয় কিংবা গির্জাগুলোতে আশ্রয় নিয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা