• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পাঁচ মাস পর কাশ্মিরের ৫ নেতার মুক্তি

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের সময় আটক নেতাদের মধ্যে পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে। প্রায় পাঁচ মাস কারাবন্দি থাকার পর সোমবার (৩০ ডিসেম্বর) শ্রীনগর থেকে ন্যাশনাল কনফারেন্সের ইশফাক জব্বার ও গুলাম নবী ভাট, কংগ্রেসের বশির মির এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির জাহুর মির ও ইয়াসির রেশিকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও কাশ্মিরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হয়নি। 

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে রাজ্যটিকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে কেন্দ্রীয় সরকার। বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের সময় থেকে আটক করা হয়েছিল সাবেক মুখ্যমন্ত্রীসহ অন্য নেতাদের। অবশেষে সোমবার শ্রীনগর থেকে বিধানসভার পাঁচ সাবেক বিধায়ককে মুক্তি দেয়া হলো। তবে এখনও বন্দি রয়েছেন ৩০ জনেরও বেশি সাবেক মন্ত্রী ও বিধায়ক।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক তিন মুখ্যমন্ত্রীর মুক্তির ব্যাপারে এখনো কোনো দিন নির্ধারণ করা হয়নি তবে তাদের ‘সঠিক সময়ে’ মুক্তি দেওয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা