• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কাশ্মীর নিয়ে সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে: ইমরান খান

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে।

আল জাজিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন। খবর দ্য ডনের।

ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে বেশি দিন আমরা চুপ থাকব না। তা ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত বিষয়টি সমাধান করতে না পারলে আমাদের কাছে যুদ্ধ বিকল্প কিছু থাকবে না।

ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু ক্ষমতাধর। তাই পরমাণু যুদ্ধ বাধলে গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে।

তিনি বলেন, জাতিসংঘ থেকে শুরু করে চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে বছরের পর বছর ধরে পাকিস্তান কাশ্মীর সংকটের সমাধানের জন্য অনুরোধ করে আসছে।

কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়ে ভারতে সেখানে স্বৈরশাসন চালাচ্ছে বলে পাক প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা