• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চিকিৎসকদের গাফিলতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

চিকিৎসা সেবায় চিকিৎসকদের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং রোগীর স্বজনরা কথায় কথায় চড়াও হবে তাও মেনে নেয়া হবে না বলে, মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বিভাগের সকল জেলার সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন । 

মন্ত্রী বলেন, দেশের সব ক্লিনিক বন্ধ করে দেওয়া সম্ভব নয় কিন্তু মানুষ যেন সুচিকিৎসা পায় তা নিশ্চিত করতেই তিনি কাজ করে যাচ্ছেন। লাইসেন্স পেতে কোনো হয়রানির স্বীকার হতে হলে ছাড় দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। খাতনা দিতে গিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যেকটি তদন্ত হচ্ছে বলেও জানান মন্ত্রী। 

কোনো গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা উল্লেখ করেন মন্ত্রী।  

আজকের খুলনা
আজকের খুলনা