• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আমি আপনাদের সকল প্রশ্নগুলো জানি, একটু সময় দিন: স্বাস্থ্যমন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

স্বাস্থমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মানুষের চিকিৎসা নিতে এসে যাতে বিরম্ভনায় পড়তে না হয় সে লক্ষ্যে আমি কাজ করবো। আমি আপনাদের সকল প্রশ্নগুলো জানি। সুতরাং আমি একদিনে সব পারবো না। সময় দিন, একটু কাজ করি, ৬ মাস যাক, তারপর আপনারা কথা বলবেন। এরই মধ্যে আমি সকলকে কড়া নির্দেশ দিয়েছি। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলে মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের নার্সিং ইন্সটিটিউট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি যেন চিকিৎসা ব্যবস্থা সারা দেশে গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে পারি। তার উদ্দেশ্য একটাই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো স্বাবলম্বী করতে পারি। তাহলে রোগীরা ঢাকা ও চট্টগ্রামসহ বড় বড় শহরে গিয়ে ভিড় করবে না। তাতে পরিবেশ ভালো হবে। সাধারণ মানুষ গ্রামে বসে চিকিৎসা পাবে।

মন্ত্রী আরও বলেন, সবে মাত্র কাজ শুরু করলাম। আমার একার পক্ষে সব সম্ভব না। গ্রামে চিকিৎসক থাকতে চায় না- এই বিষয়ে মন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসক থাকতে চায় না। কেনো চায় না। সে বিষয়টি আমাকে দেখতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে।

এসময় কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং কলেজ, কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনিস্টিটিউট, ভারতেশ্বরী হোমস ও দক্ষতা উন্নয়ন প্রকল্পসমূহসহ সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরে কুমুদিনী নার্সিং কলেজের নবাগত ছাত্রীদের "শিরাবরণ" অনুষ্ঠানে যোগদেন এবং ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা