• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কমলা চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন রাঙ্গামাটির কৃষকরা

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

পার্বত্য রাঙ্গামাটিতে আম, কাঠাল এবং আনারশের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে কমলার চাষ। কমলা চাষ উপযোগী ভূ-প্রকৃতির কারণে অন্যান্য ফলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুমিষ্ট এই ফলটির চাষ। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়ছে জেলার বেশ কয়েকটি উপজেলায়।

ফল উৎপাদনে বরাবরই এগিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি। প্রতিবছর আম, কাঁঠাল, লিচু এবং জাম্বুরার ভাল ফলনের পাশাপাশি কয়েক বছর ধরে তার সাথে যুক্ত হয়েছে কমলা। ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সাজেক ও নানিয়ারচর উপজেলার কমলা। এ অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ায় কৃষকরাও ঝুঁকছেন কমলা চাষে। ফরমালিনমুক্ত হওয়ায় সাধারণ মানুষও কিনছেন পাহাড়ের এই কমলা। তবে স্বাভাবিকের চেয়ে দাম কিছুটা বাড়তি বলে হতাশ কেউ কেউ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা বলেন, পাহাড়ি এলাকায় কমলা চাষ বৃদ্ধি পেলে ধীরে ধীরে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমে আসবে।

জেলায় এবছর ৭ হাজার ৯শ হেক্টর জমিতে চাষ হয়েছে কমলার। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় আটহাজার মেট্রিক টন। গত বছরে উৎপাদন হয়েছিল ৭ হাজার ৬শ মেট্রিক টন।

আজকের খুলনা
আজকের খুলনা