• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

সাতক্ষীরায় বিনামূল্যে ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে এবং ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান কর হয়।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুলিশ লাইন অফিসে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এসময় পুলিশ সদস্য ও তাদের পরিবার পরিজনসহ বিভিন্ন স্থান থেকে আগত জনসাধারণ বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এসময় তাদেরকে বিনামূল্যে প্রযোজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সহকারি পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন, পুলিশের কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম, দেবহাভা সার্কেল ইয়াসিন আলী, তালা সার্কেল হুমায়ুন কবীর, বিশেষজ্ঞ ডাক্তার ইমরুল কায়েস, জিমি, রাবেয়া সুলতানা রিমি প্রমুখ।

এ সময় বাংলাদেশর বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ড্রিমার্স কনসালটেশন এন্ড রিচার্স এর ১১২ তম ক্যাম্পেইন এর মাধ্যমে ৯৫ সদস্যের একটি টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।

আজকের খুলনা
আজকের খুলনা