• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

১৭০ বার হেরে আবারো ভোটে লড়বেন এই প্রার্থী

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

চেষ্টার কোন কমতি নেই। বারবার ব্যর্থ হয়েও নিজের মতো করে ভোটে লড়ে যাচ্ছেন এখনো। দুই-চার বার নয় এ পর্যন্ত মোট ১৭০ বার ভোটে লড়েছেন। কিন্তু প্রত্যেকটি ভোটেই হেরেছেন তিনি। এরপরও হাল ছাড়েননি তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা কে পদ্মরাজন। এ কারণে ইলেকশন কিং বা নির্বাচনের রাজা নামে পরিচিতি লাভ করেছেন পদ্মরাজন।

 

কে পদ্মরাজন পেশায় ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। এরপরে শুরু করেন ব্যবসা। শুধু স্থানীয় ও লোকসভা ভোট নয়, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাম লেখানোর কৃতিত্বও রয়েছে তার নামে। ১৯৮৮ সাল থেকে ভোটে লড়ছেন তিনি।

অটল বিহারী বাজপেয়ী, জয়ললিতা, করুণানিধি, একে অ্যান্টনি, নরসিমহা রাও, এসএম কৃষ্ণ- সবার বিরুদ্ধে ভোটে লড়েছেন পদ্মরাজন।

রাজ্যসভা ভোটে মনমোহন সিং, প্রণব মুখার্জী, এমকে স্টালিন ও বিজয়কান্তের মত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও লড়েছেন এই নির্বাচনের রাজা । তামিলনাড়ু, কেরল, অন্ধ্র প্রদেশ ও দিল্লি থেকে ভোটে লড়েছেন ও এই সব নির্বাচনেই হেরেছেন তিনি । এমন রেকর্ডের জন্য লিমকা বুক অফ রেকর্ডসেও নাম রয়েছে তার।

দ্মরাজনের এই সবকয়টি ভোটে হেরে প্রায় ২০ লক্ষ টাকা হারিয়েছেন। কিন্তু তা নিয়ে বিশেষ চিন্তিত নন। গণতন্ত্রে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন, এই বার্তা ছড়িয়ে দিতেই এমন রেকর্ড গড়ার দৌড়ে সামিল হয়েছেন তিনি ।

আজকের খুলনা
আজকের খুলনা