• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সাগরে মিলল ‘দোজখের মাছ’

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

তাইওয়ানে সাগরতলে সম্প্রতি অদ্ভুত ও ভয়ংকর দেখতে এই মাছ পাওয়া যায়। হঠাৎ দেখে সাপ মনে হতে পারে। বিজ্ঞানীরাও তেমনই ভেবেছিলেন, নতুন প্রজাতির সাপ। কিন্তু পরে জানা যায় আসলে এটি সাপ নয়।

প্রাণীটি বিরল প্রজাতির এক ধরনের হাঙর। ইংরেজিতে বলা হয় ভাইপার শার্ক। বাংলা করলে দাঁড়ায়- সর্প হাঙর। শেষবার এর দেখা পাওয়া গিয়েছিল ১৯৮৬ সালে; জাপানের শিকোকু দ্বীপে।

এই প্রাণীর বৈজ্ঞানিক নাম- ‘ট্রাইগোনোগন্যাথাস কাবেয়াই’। ভয়ঙ্কর চেহারার জন্য এই হাঙরকে ‘এলিয়েন ফিশ’ এবং ‘ফিশ ফ্রম হেল’ বা দোজখের মাছও বলা হয়।

ভাইপার শার্ক সাধারনত অবস্থান করে সমুদ্রের এক থেকে দেড় হাজার ফুট নিচে। চোখ বড় বড়। দাঁত খুবই সূঁচালো আর বাঁকানো। নিজের শরীরের আকারের চেয়ে বড় মাছ শিকার করতে পারে এরা।

আজকের খুলনা
আজকের খুলনা