• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ইফতির ``কি হতে কি হলো``

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯  

মূলত তিনি একজন পুলিশ কর্মকর্তা। ডিএমপিতে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত আছেন। শখের বশে মাঝেমধ্যে গানও করেন। বলছি ইফতেখায়রুল ইসলাম ইফতির কথা। এবার তেমনই একটি গান নিয়ে আসছেন নতুন বছরে। তার গান দিয়েই নতুন বছরের খাতা খুলতে যাচ্ছে দেশের অন্যতম সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা। গানের শিরোনাম ‘কি হতে কি হলো’। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সঙ্গীত পরিচালনায় রেজওয়ান শেখ। ইতোমধ্যে গানের রেকর্ডিং ও ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজু আহমেদ। সঙ্গীতার ব্যানারে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রকাশ হবে। এ প্রসঙ্গে ইফতি বলেন, আমি মূলত শখের বশেই গান করি। ছোটবেলায় গান শিখতাম। ব্যস্ততার কারণে এখন আর চর্চা নেই। তবে সেই সুপ্ত ইচ্ছাটাই এখন বিকশিত হচ্ছে। আশা করি গানটি শুনলে সবার ভালো লাগবে। তিনি আরও বলেন, গানে নিয়মিত না থাকলেও আবৃত্তি করি। একটি ইউটিউব চ্যানেল আছে আমার। সময় পেলে নিজের আবৃত্তি চ্যানেলটিতে আপলোড করি।’ উল্লেখ্য, ইফতির এটি দ্বিতীয় মৌলিক গান। এর আগে ক্রিকেট বিশ্বকাপের সময় তিনি সিডি চয়েসের ব্যানারে ‘জয় পরাজয় বড় কথা নয়’ শিরোনামে প্রথম মৌলিক গান প্রকাশ করেন। 

আজকের খুলনা
আজকের খুলনা