• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বগুড়ায় নির্মিত হচ্ছে প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত স্কুল

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

বগুড়ায় শাজাহানপুর উপজেলায় প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান 'প্রয়াস' এর চারতলা বিশিষ্ট নতুন ভবন। সোমবার (১১ মার্চ) শাজাহানপুরের সাজাপুরে নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি ও জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক শাহ আব্দুল আজিজ আহমেদ প্রকল্পের উপর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, 'এই প্রকল্পে মোট ব্যয় হবে ৩৮ কোটি ৯১ লক্ষ টাকা। যার মধ্যে ৩১ কোটি ৫ লক্ষ টাকা সরকার প্রদত্ত ও ৭ কোটি ৮৬ লক্ষ টাকা প্রয়াস ব্যয় করবে। প্রয়াসের এই ভবনে ১২টি রুম বিশিষ্ঠ প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের জন্য ৫০টি শ্রেণি কক্ষ, থেরাপি রুম ১৪টি, মাল্টিপারপাস হলরুম ১টি ও অন্যান্য রুম ১৫টি থাকবে। এই প্রল্প আগামী ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে'।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এএফডব্লিউসি, পিএসি, কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সহিদুল হক খাঁনসহ ঊর্ধ্বতন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা