• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাহরাইনে বাংলাদেশ স্কুলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষা। সোমবার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে স্থানীয় মানামায় বাংলাদেশ দূতাবাস এলাকায় বাংলাদেশ স্কুলে এণ্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় অভিন্ন প্রশ্ন পত্রে বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরু হয়।

বিগত বছরের তুলনায় সংখ্যায় কম হলেও এ পরীক্ষায় এবার অংশ গ্রহন করেছেন বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে ১৯ জন শিক্ষার্থী। বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা রোবেল মিয়ার তদারকিতে কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষিকা মিসেস আছমা উল হোসনা, সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড.সারিজা আলী এম সি। 

অধ্যক্ষ জানান, পরীক্ষার সকল নিয়ম মেনেই সন্তোষজনক পরিবেশে চলছে এ পরীক্ষা। এ পরিবেশে এবং এই মুুুুহূর্তে পরিদর্শনে পরীক্ষার্থীরা সাময়িক অসুবিধে বোধ করবে এবং ব্যাহত হবে সে পরিবেশ। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং কেমরিজ আন্তর্জাতিক পাঠ্যক্রম উভয় দ্বারা পরিচালিত হয়ে আসছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এটি ২০০৪ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুুুনামের সহিত এগিয়ে যাচ্ছে। পরীক্ষায় সহযোগীতায় ছিলেন স্কুলের শিক্ষক এডমিন সুপারভাইজার নাছির উদ্দিন। 
 

আজকের খুলনা
আজকের খুলনা