• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ৮৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

যশোর বোর্ডের অধীনে খুলনা জেলার ৮৭টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে।সোমবার সকাল ১০টায় বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ হাজার ৯৫২ জন, দাখিলে ৩ হাজার ৩৯১ জন ও এসএসসি ভোকেশনালে ২ হাজার ২৬২ জন।

গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ২৭ হাজার ৬৮৪ জন, দাখিলে ৩ হাজার ১৩৯ জন ও এসএসসি ভোকেশনালে ২ হাজার ১৪৯ জন পরীক্ষার্থী। এ বছর এসএসসি পরীক্ষায় কয়রা চান্নিরচক এল.সি কলেজিয়েট স্কুলে নতুন কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থী কমছে ২ হাজার ৩৮৫ জন।অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, প্রশ্ন ফাঁস রোধসহ সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজকের খুলনা
আজকের খুলনা