• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

প্রাথমিকে নতুন পদ্ধতি

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিশুদের সমাপনী পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি বাতিল করে বিকল্প পদ্ধতি ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জিপিএ ৫ জীবনের লক্ষ্য হতে পারে না। এই অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে অভিভাবকরা কোমলমতি শিক্ষার্থিদের জীবন বিষিয়ে তুলছেন। এটা থেকে বের হয়ে আসুন।

তিনি বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। শিক্ষার পাশাপাশি মানসিকতা, নীতি নৈতিকতা, সৃজনশীলতার বিকাশ হচ্ছে কিনা সেই দিকে লক্ষ রাখা উচিৎ।

শিক্ষার্থীদের ওপর পড়ার চাপ কমানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সমাপনী পরীক্ষায় পুরো গ্রেডিং পদ্ধতি তুলে দিয়ে মূল্যয়নের নতুন পদ্ধতি নিয়ে কাজ চলছে।

আগামী বছর ২০২০ সালের শেষে সেই পদ্ধতি চালুর পরিকল্পনা আছে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজকের খুলনা
আজকের খুলনা