• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

প্রাথমিক ও ইবতেদায়িতে পাসের হার ৯৫.৫০ শতাংশ

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫.৫০ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৫.৩৭ শতাংশএবং ছাত্রীদের পাসের হার ৯৫.৬১। অর্থাৎ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এবছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বিবেচনায় ৮ বিভাগের মধ্যে বরিশাল শীর্ষে রয়েছে। ওই বিভাগের পাসের হার ৯৬.৯৩ শতাংশ। ৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলা প্রথম স্থানে রয়েছে, এ জেলার পাশের হার ৯৯.১৪ শতাংশ। ৫১০ উপজেলার মধ্যে ভোলার দৌলতখানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

জিপিএ ৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন এবং ছাত্রী ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন।

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ছাত্র ১১ লাখ ২৪ হাজার ২২৫ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। আর ইবতেদায়ি পরীক্ষায় মোট ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন ছাত্র এবং ১ লাখ ৪৬ হাজার ২২ ছাত্রী অংশগ্রহণ করে।

আজকের খুলনা
আজকের খুলনা