• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

১২ই মে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯  

১২ই মে দেশের সব সরকারি এবং বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ১লা জুলাই ক্লাস শুরু হবে। 

গত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির বিধান রেখে রোববার নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন। এছাড়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৬ এবং ২০১৮ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ২২ বছর।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

অনলাইনের পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও ভর্তির আবেদন করা যাবে। আগামী ১২ থেকে ২৩শে মে পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে।

আর যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। ২৪ থেকে ২৬শে মে’র মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই নিষ্পত্তি করা হবে পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৩ থেকে ৪ঠা জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

১০ই জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ই জুনের মধ্যে মেধাতালিকায় যাদের নাম আসবে তা নিশ্চিত করতে হবে।

আজকের খুলনা
আজকের খুলনা