• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সুনামগঞ্জের তারিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

সুনামগঞ্জের জগন্নাথপুরের চাঞ্চল্যকর তারিফ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।

আদালত সুত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে তারিফ উল্লার বাড়িতে একই গ্রামের নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘটনাস্থলে তারিফ উল্লাহকে খুন করে। এ ঘটনায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করা হলে দীর্ঘ দিন পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাহার মিয়ার বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা না পেয়ে খালাস প্রদান করেন এবং আসামি নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিককে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করা হয়।

 

এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড. খায়রুল কবির রুমেন দণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা