• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রাজবাড়ীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

রাজবাড়ীতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কালুখালী উপজেলার মৃগী বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে ব্যবসায় নীতি না মানার কারণে মাতৃমিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার ৫০০ টাকা, আমেনা ফার্মেসিকে ৮ হাজার টাকা, জয়গুরু ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা প্রশাসন।

আজকের খুলনা
আজকের খুলনা