• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ফরিদপুরে পর্দা কেলেংকারি : দুই ভাই কারাগারে

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বহুল আলোচিত ‘পর্দা কেলেংকারি’ ঘটনায় পরস্পর যোগসাজশে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ব্যতিত উচ্চমূল্যে যন্ত্রপাতি (ইকুভমেন্ট) ক্রয়ের মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে দায়ের করা দুদকের মামলায় দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ মঙ্গলবার সকালে দুই ভাই সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

ওই দুই ভাই হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ আল মামুন ও তার ভাই ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদুকের আইনজীবী বিজ্ঞ পিপি মজিবর রহমান বলেন, ওই দুইজন হাইকোর্ট এ অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হলে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন আবেদন বাতিল করে তাদের জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। নির্দেশের পর ওই দুই ভাইকে আদালত প্রাঙ্গন থেকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ বাদী হয়ে পরস্পর যোগসাজশে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ব্যাতিত উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি (ইকুভমেন্ট) ক্রয়ের মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক, দুইজন ঠিকাদার, একজন প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে।

আজকের খুলনা
আজকের খুলনা