• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ক্রেতা সেজে বিভিন্ন দোকানে চুরি, আটক ৬

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

নোয়াখালীতে অভিযান চালিয়ে চোরচক্রের ছয় নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা শাখার ওসি কামরুজ্জামান সিকদার (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে নোয়াখালী সদরের মাইজদী বাজার এলাকায় পৃথক বাড়িতে অভিযান চালিয়ে চোরাই কাপড়সহ তাদের আটক করা হয়। এসব কাপড়ের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন, লক্ষ্মী নারায়ণপুর এলাকার মো. রাজীবের স্ত্রী সেলিনা আক্তার, মো. রুবেলের স্ত্রী রোকসানা বেগম, সফিপুর এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রজিনা, দক্ষিণ কাদির হানিফ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের স্ত্রী মোনোয়ারা বেগম, পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম, পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার জহির আহম্মেদের স্ত্রী জেসমিন আক্তার। এ সময় নারী আন্তঃজেলা চোরচক্রের অটোরিকশা চালক সুধারাম থানার ফজলুল রহমানের ছেলে জহির আহম্মেদ।

ওসি কামরুজ্জামান সিকদার জানান, আটকরা দলবেঁধে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে প্রবেশ করে চুরি করতেন। এভাবে সিন্ডিকেটের মাধ্যমে তাদের অসংখ্য চুরির অভিযোগ রয়েছে। তাদের থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা