• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

মেঘনায় ডাকাত সন্দেহে ১৪ জন আটক, অস্ত্র-মাদক উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাত সন্দেহে ১৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার লগ্গিমারা চরের পাশে এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা। আটকদের দাবি, তারা ট্রলার ও মাটি কাটা ড্রেজার মেশিনের শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেন তারা।

কোস্টগার্ড জানায়, রাতে নদীতে টহল দেবার সময় একটি ট্রলার দ্রুত পালিয়ে যেতে দেখলে তা থামানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু ট্রলারটি না থামানোয় কোস্টগার্ডের পক্ষ থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে আশ্রয় নিলে সেখানে অভিযান চালিয়ে এই ১৪ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান বলেন, অভিযানের সময় কিছু দেশীয় অস্ত্র, ১০পিচ ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, আটকরা দাবি করেছেন তারা ট্রলার ও মাটি কাটা ড্রেজার মেশিনের শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেন তারা।

আজকের খুলনা
আজকের খুলনা