• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

হিউম্যান মিল্ক ব্যাংক চালুর কার্যক্রম স্থগিত

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

বেশ কিছুদিন আগে হিউম্যান মিল্ক ব্যাংক চালু করার উদ্যোগ নেয় ঢাকার মাতুয়াইলে অবস্থিত ইন্সিটটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ।

দেশের বেশকিছু পত্রিকা এবং টিভি চ্যানেলে খবরটি প্রচারিত ও প্রকাশিত হয়। এরপর থেকেই অনেকেই এই প্রক্রিয়ার সমালোচনা করেন। তারা বলছেন, ইসলাম ধর্ম মতে, কোনো শিশু কোনো নারীর দুধ পান করলে ওই নারী ওই শিশুর দুধমাতা হয়ে যায়। দুধ পানকারী সন্তানরা ওই নারীর সন্তান হিসেবে গণ্য হয়। বাংলাদেশে ওই ‘মিল্ক ব্যাংক’ স্থাপনের ফলে যারা একই মায়ের দুধ পান করবে তারা প্রত্যেকে ভাই-বোন হয়ে যাবে। ভবিষ্যতে ওই সব ছেলে-মেয়ের মধ্যে বিয়ে হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু ইসলামে ভাই-বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ।

তবে, অবস্থিত ইন্সিটটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ কর্তৃপক্ষ দাবী করছে, তাদের এই উদ্যোগ এটি ইসলামী শরিয়াহ মোতাবেক। তবে যেহেতু সমালোচনা হচ্ছে, এছাড়া একজন উকিল নোটিশও পাঠিয়েছেন তাই এই ব্যাংক চালুর প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।

একই সাথে ইন্সিটটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আলেমা ওলামাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। যদি সিদ্ধান্ত হয় এটি ইসলামি শরিয়াহ সম্মত, তাহলে এই ব্যাংক চালু করা হবে। যদি সিদ্ধান্ত হয় এটি শরিয়াহ সম্মত নয় তাহলে এটি  চালু করা হবে না।

কর্তৃপক্ষ বলছে উদ্যোগটি ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয়নি। করা হয়েছে সেবার জন্য। আর এখান থেকে কোনো টাকা পয়সা নেয়া হবে না।

আজকের খুলনা
আজকের খুলনা