• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বুয়েটে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ৭ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

বুয়েটে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত সাত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।আদালতের রায় অনুযায়ী যারা পরীক্ষা দিতে পারবেন তারা হলেন- মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুন্তাসির আহমেদ, আসিফ মাহমুদ, ইমতিয়াজ হোসেন, আনাফালুর রহমান ও অর্ণব চৌধুরী। শুনানিতে আদালত জানতে চান এরা আবরার হত্যার সাথে জড়িত কি না।এ সময় বুয়েটের পক্ষ থেকে জানানো হয় তারা আবরার হত্যার সাথে সংশ্লিষ্ট নয়। আদালত তার আদেশে বলেন, মামলা চূড়ান্ত নিষ্পত্তির সময় যদি প্রমাণ হয় এই সাতজন র‍্যাগিংয়ের সাথে জড়িত তাহলে এই পরীক্ষা বাতিল হয়ে যাবে।

গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনার পর থেকে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের শর্তের মধ্যে একটি ছিল বুয়েটের আহসানউল্লাহ, সোহরাওয়ার্দী ও তিতুমীর হলে আগে ঘটে যাওয়া র‍্যাগিংয়ের ঘটনাগুলোতে জড়িতদের বিচার ও শাস্তি।

আজকের খুলনা
আজকের খুলনা