• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বাগেরহাটে গবাদিপশুর ওপর এ কেমন বর্বরতা

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

বাগেরহাটের কচুয়া উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি গোয়ালঘরসহ দুটি গরু, দুটি খড়ের গাদা ও একটি কাঠের ঘর। এছাড়া আরও ৩টি গরুর শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

সোমবার গভীর রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুড় গ্রামের আব্দুল জলিল শিকদারের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকালে পুলিশসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৃহকর্তা আব্দুল জলিলের ছেলে মাসুদ শিকদার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে তারা জেগে উঠে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর রাতে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে দুটি গরু আগুনে পুড়ে গোয়ালের ভিতর মারা যায়। অন্য তিনটি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এসময় অন্য একটি কাঠের ঘর এবং দুটি খড়ের গাদাও পুড়ে গেছে। এক সময়ে ৪টি স্থানেই আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

প্রতিবেশি দিব্বেন্দু সিকদার খোকন জানান, স্থানীয়দের চিৎকারে তার ঘুম ভেঙে গেলে তিনি ওই বাড়িতে গিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান। গোয়ালঘরের টিনগুলো লাল টকটক করছিল। এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এটি একটি অমানবিক ঘটনা। যারা করেছে তাদের বিচার হওয়া জরুরি।

কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা