• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

শরণখোলায় ৫টি অবৈধ করাতকল সিলগালা

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি অবৈধ করাতকল সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ববন বিভাগ ও শরণখোলা উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা এই করাতকলগুলো সিলগালা করে দেন।

সিলগালা করা করাতকলগুলো হচ্ছে উপজেলার সাউথখালী ইউনিয়নে বকুল তলা ও তাফালবাড়ি গ্রামের তরিকুল ইসলাম, আব্দুল গণি দফাদার, দেলোয়ার হোসেন, আলাউল হাসান সেলিম, নুরুল হক আকণের করাতকল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে করাতকল স্থাপন করে সুন্দরী কাঠসহ বিভিন্ন ধরণের চেরাই করছিল। বিষয়টি জানতে পেরে আমরা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি করাত কলকে সিলগালা করেছি।

এসময় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বন সংরক্ষক এরপরেও যদি কোন করাতকল সংরক্ষিত এলাকায় থাকে সেগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আজকের খুলনা
আজকের খুলনা