• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কুষ্টিয়ায় ভুঁইফোড় প্রতিষ্ঠানের নামে সরকারি চাল কেনার বরাদ্দ

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

কুষ্টিয়ায় প্রায় এক হাজার মেট্রিক টন চাল এমন অর্ধশত মিল থেকে কেনার অনুমোদন দিয়েছে খাদ্য বিভাগ যাদের অস্তিত্বই নেই। শুধু তাই নয় অস্তিত্বহীন মিলের তালিকায় রয়েছে জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের নামও। ভুয়া বরাদ্দ দেয়ায় ক্ষুব্ধ সাধারণ মিলাররা। তাদের দাবি, খাদ্য কর্মকর্তার যোগসাজশে হচ্ছে এই অনিয়ম।

চালের জন্য বিখ্যাত কুষ্টিয়ার খাজানগর। তাই দেশের অন্যান্য জেলার চেয়ে এখানে সরকারিভাবে চাল কেনায় বরাদ্দের পরিমাণও বেশি।

আর এই সুযোগে ভুঁইফোড় অস্বস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামেও দেয়া হয়েছে বরাদ্দ।

এ তালিকায় রয়েছে জেলা চলাকল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও। স্থানীয় অনেক প্রভাবশালীও রয়েছেন তালিকায়।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি এম এ আব্দুস সামাদ বলেন, মিল চালু আছে কি নেই তা দেখার দায়িত্ব খাদ্য বিভাগের।

কুষ্টিয়ার দেশ এগ্রোর স্বত্তাধিকারী এম এ খালেক বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশেই হচ্ছে এমন অনিয়ম। আর দায়সারা উত্তর জেলা খাদ্য কর্মকর্তার।

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ার হোসেন বলেন, অনেক মিল থাকায় সঠিকভাবে পর্যবেক্ষন করা সম্ভব হয় না। তবে কোন অভিযোগ পেলে সেটা খতিয়ে দেখা হবে।

কুষ্টিয়ায় সরকারিভাবে চাল কেনার বরাদ্দ দেয়া হয়েছে ১৭ হাজার ৯৮০ মেট্রিক টন। যার মধ্যে এক হাজার টনই বরাদ্দ ভুয়া মিল মালিকদের নামে।

আজকের খুলনা
আজকের খুলনা