• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঝিনাইদহে পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আজকের খুলনা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করে ঝিনাইদহের শৈলকুপায় উস্মিতা সরকার (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

আজ সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার নগরপাড়ায় এই ঘটনা ঘটে। উস্মিতা নগরপাড়ার উজ্জল সরকারের মেয়ে ও শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

প্রতিবেশী মিটুন অধিকারী বলেন, গত শনিবার উস্মিতার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। সে মানবিক বিভাগের ছাত্রী। গনিত বিষয়ে ফেল করার হতাশা থেকে সোমবার ভোরে নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। 

তিনি আরও জানান, উস্মিতার মা ভোর সাড়ে ৫টার দিকে দেখে তার দুই মেয়ে ঘুমিয়ে আছে। ৬ টার দিকে রুম পরিস্কার করতে গিয়ে উস্মিতার ঝুলন্ত লাশ দেখতে পান।

উস্মিতার বাবা উজ্জল সরকার জানান, তিনি ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তার দুই মেয়ে ঘুমিয়ে আছে। সে টেস্ট পরীক্ষায় ফেল করার পর বাড়ির সবাই তাকে আরও সাহস যুগিয়েছে। কিন্তু এরপরও সে হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

স্কুলের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। সে খুব সদালাপি মেয়ে ছিল। 

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিব উদ্দিন রনি বলেন, আজ সকাল সোয়া ৬টার দিকে উস্মিতা নামের একটি মেয়েকে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা