• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

বালা হত্যাকান্ডে ছোট ভাই বুরুজের স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

 খুলনা  মহানগরীর বাগমারা জাহিদুর রহমান সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মিজানুর রহমান বালা (৫৫) হত্যায় সাবেক যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুনসহ ৫ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা দায়ের হয়েছে। যুবলীগ নেতা মেজবাহ হোসেন বুরুজের রেখে যাওয়া অর্থ সম্পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকান্ডের কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
গত বুধ ও বৃহস্পতিবার এ হত্যা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুন (৩৫), নগরীর সোনডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার সোনা (৩২) ও সাথী (৩০) নামের তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়। অবশেষে শুক্রবার রাতে নিহতের স্ত্রী ছাহেরা খাতুন বাদী হয়ে এই তিনজনসহ ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। 
মিজানুর রহমান বালা হত্যাকান্ডের পর বুধবার রাতেই নগরীর সোনডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকার সোনা ও সাথী নামের দু’জন যুবককে থানায় আনা হয়। পরদিন সকালে মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুনকেও থানায় আনা হয়। পৃথক ভাবে এদেরকে হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলো পুলিশ। 
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় সাবেক নেতা মেজবাহ হোসেন বুরুজ ঠিকাদারী করতেন। তার ঠিকাদারী কাজে সহায়তা করতো বড় ভাই মিজানুর রহমান বালা। বুরুজ তার ঠিকাদারী কাজের দেখাশুনাসহ আর্থিক লেনদেনের বিষয়ে তার বড় ভাই বালাকে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ২০১৭ সালে বুরুজের মৃত্যুর পর থেকে এ সকল বিষয় নিয়ে ওই পরিবারে নানা ধরনের মতানৈক্য দেখা দেয় বলেও জানা গেছে। গত ৩ মাস পূর্বে মিজানুর রহমান বালা’র পিঠে ছুরিকাঘাত করেছিলো সন্ত্রাসীরা। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি মামলাও দায়ের হয়েছিলো। পুলিশ এ হত্যাকান্ডের তদন্তে পূর্বের ওই মামলার সাথে জড়িতদের বিষয়টি মাথায় নিয়ে কাজ করছেন। 
সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা