• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ঠিকাদার হত্যায় মামলা, গ্রেফতার ৫

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯  

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ঠিকাদার মিজানুর রহমান বালা (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী সারা রহমান বাদী হয়ে খুলনা থানায় এ মামলা করেন। মামলায় নিহতের ছোট ভাই সাবেক যুবলীগ নেতা এসএম মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপুসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মামলার সত্যতা স্বীকার করেছেন। 

নিহতের বড় ভাই আব্দুর রশীদ জানান, মামলায় বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপু, সজিব হাসান সাথী, মোস্তফা হোসেন সোনা, ফয়সাল ও মাসুদের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপু মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। 

উল্লেখ্য, বুধবার রাত পৌনে ১০টার দিকে বাগমারায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বালা নিহত হয়। তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী। একই সাথে তিনি ছোট ভাই বুরুজের ঠিকাদারী প্রতিষ্ঠান দেখাশুনা করতেন। 

নিহতের স্ত্রী সারা রহমান অভিযোগ করেন, তার দেবর এসএম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুর পর তার স্বামী ঠিকাদারি ও ব্যবসা পরিচালনা করতেন। এ নিয়ে বুরুজের স্ত্রী সাবিহা খাতুনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরই জের ধরে হত্যকান্ডের ঘটনা ঘটতে পারে। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পারিবারিক দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। 

আজকের খুলনা
আজকের খুলনা