• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ঈদের দিনে সড়কে ছিল বিআরটিএ

আজকের খুলনা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪  

সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবারও বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মানুষের ঈদযাত্রা যাতে স্বস্তিদায়ক হয় সেজন্য ঈদের দিনও দায়িত্ববোধের জায়গায় থেকে খুলনায় মাঠে ছিল বিআরটিএর কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) খুলনার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন বিআরটিএর খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ।

বাস মালিক সমিতির নেতাদের নিয়ে বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং টার্মিনালে আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় অতিরিক্ত ভাড়া দাবি না করা, বাসের ছাদে যাত্রী পরিবহন না করা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না ওঠানোর নির্দেশনা দেন তিনি।

তানভীর আহমেদ বলেন, জনস্বার্থে পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদের মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম, মনিটরিং টিম কাজ করেছে। সড়ক-মহাসড়কসহ বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে দেখলাম। যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কি-না সে বিষয়ে খোঁজ-খবর নিলাম। ঈদের পরের তিনদিন এ কার্যক্রম চলমান থাকবে।

এক প্রশ্নের জবাবের বিআরটিএ কর্মকর্তা বলেন, মানুষের সেবার জন্য দায়িত্ব পালন করছি। আর এই সেবার মাধ্যমেই ঈদের আনন্দ উপভোগ করছি।

আজকের খুলনা
আজকের খুলনা