• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে :সিটি মেয়র

আজকের খুলনা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের প্রতিও আহŸান জানিয়েছেন।  তিনি সমাজের বিত্তবান ও দলীয় নেতা-কর্মীদের বলেছেন ইফতার পার্টি না করে অসহায়ের পাশে দাঁড়াতে। 
মঙ্গলবার জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগর যুবলীগের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খুলনা সিটি কর্পোরপশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। 

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর সারাটা জীবন ব্যায় করেছেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য। তাঁর এই আদর্শকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এই লক্ষ্যে যুব সমাজকে কাজ করতে হবে। 
মঙ্গলবার বিকেল চারটায় শহিদ হাদিস পার্কের সামনে এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, শ্রমিক লীগ নেতা জি এম দুলাল, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, কবীর পাঠান, সাবেক ছাত্রনেতা মসিউর রহমান, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, রহিম রেজা, যুবলীগ নেতা রাসেল সৈকত, নুপুর দাস, সাগর মজুমদার, একরামুল শেখ, রাহুল শাহারিয়ার, প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা