• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

স্বাধীনতা বঙ্গবন্ধু পরিণত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়ে বঙ্গবন্ধু পরিণত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। তার জন্ম না হলে এই জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেওয়া যেত না। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার জন্ম বাস্তবে রূপায়নের সম্ভাবনা তৈরি হয়েছিল। 
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভূমিকাকে ছোট করে দেখাতে ইতিহাস বিকৃতির অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু, ইতিহাস তার আপন গতিতে উদ্ভাসিত হয়েছে। এজন্য শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাদের গড়তে হবে বঙ্গবন্ধুর আদর্শে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাখতে হবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে। 

রবিবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে জেলা আ’লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এড. কাজী বাদশা মিয়া, এ এফ এম মাকসুদুর রহমান, বি এম এ ছালাম, মোঃ কামরুজ্জামান জামাল, সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু,  সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশীদী সুকর্ণ,  এম এ রিয়াজ কচি,  এড. শাহ আলম,  শেখ মোঃ রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, মোজাফ্ফর মোল­া, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, অসিত বরণ বিশ্বাস, বুলু রায় গাঙ্গুলী, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া  সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, মোঃ মানিকউজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, এম এম আজিজুর রহমান রাসেল, এড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, ইঞ্জিনিয়ার বরকত, হাজি সাইফুল ইসলাম খান, আহম্মেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, রবিন দত্ত, সরদার জাকির, অজিত বিশ্বাস, এ বি এম কামরুজ্জামান, এড. মাহমুদা ফারজানা সেতু, হারুন আর রশিদ, জলিল তালুকদার, মোঃ রেজাউল করিম রেজা, শারমিন সুলতানা রুণা, তরিকুল ইসলাম সুমন, বিধান চন্দ্র রায়, মারুফুজ্জামান ড্যানি, আবু সাঈদ রনি, আল আমিন এহসান ইমু, মোঃ আমিরুল ইসলাম বাবু, মফিজুর রহমান মুন্না, তানভীর রহমান আকাশ, ইয়াসিন আরাফাত খান, আতিকুর রহমান, চিশতী নাজমুল বাশার, জান্নাতুল হাওয়া শান্তা, মারুফা খাতুন, মাধুরি মন্ডল, জাকারিয়া রহমান, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফাহিম, পলাশ রায়, জামাল শিকদার, মোঃ মনি, বি কে মন্ডল, নোমান শিকদার, মিঠুন দেবনাথ, খান রনি, সাফায়েত শেখ, কানিজ ফাতেমা বেবী, নারগিস, ইতিমা মন্ডল, মাহিনুর, রাশিদা খাতুন, স্বাধীন, নিলমনি  প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮টায় খুলনা জেলা পরিষদে চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা