• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রমজান মাস সংযম, ধৈর্য, সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনার মাস

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪  

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, মুসলমানদের জন্য মাহে রমজান একটি পবিত্র মাস। রমজান মাস সংযম, ধৈর্য, সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনার মাস। রোজা রাখা এবং নামাজ আদায়ের পাশাপাশি প্রতিবেশির দিকে খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মুসলমানতো বটেই অন্যান্য ধর্মাবলম্বী সাধারণ মানুষও এই মাসকে পবিত্র ও সম্মানের চোখে দেখে। বলা হয় এই মাসে দান খয়রাত করলে তার প্রতিদান প্রায় ৭০ গুণ বেশী। বিশেষ করে রোজাদারকে ইফতার করানো বা আপ্যায়ন করা বড়ই পুণ্যের কাজ। রোজার আসল তৃপ্তি বা আনন্দ হচ্ছে ইফতারে। কর্মজীবী ও অসহায় মানুষ যাতে করে সারাদিন রোজা পালন করার পরে ইফতার করা থেকে বঞ্চিত না হয় সে জন্য আমাদের এই ক্ষুদ্র প্রায়াস। তিনি সমাজের বৃত্তবানদের ও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর ময়লাপোতা মোড়ে দরিদ্র অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য মো. তারিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, এ্যাড. আনিছুর রহমান পপলু, তসলিম আহমেদ আশা, মহানগর যুব লীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ড. সাঈদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, নগর ছাত্রলীগ নেতা ইবনুল হাসান, মোহাম্মদ আলী, শওকাত হোসেন, মাসুম-উর রশীদ, অভিজিত সরকার রাহুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের খুলনা
আজকের খুলনা