• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইসলামই শিক্ষা দেয় ধনী-দরিদ্র ভেদাভেদ না করতে: সেখ জুয়েল

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪  

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, ইসলামই শিক্ষা দেয় ধনী-দরিদ্র ভেদাভেদ না করতে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন মুসলমানের ঈমানী ও সামাজিক দায়িত্ব। তিনি আরো বলেন, ঘটা করে ইফতার মাহফিল না করে ওই ইফতার সমাজের দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করলে একদিকে যেমন সওয়াব পাওয়া যায়, অপর দিকে একজন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেয়াও একটি মানবিক কাজ। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহŸান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে ইহকাল পরকালের অশেষ নেকী আদায় করি।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা মোড়ের বেবীস্ট্যান্ডে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে আয়োজিত যুবলীগ নেতা মাসুমুর রশীদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, এড. সাজ্জাদ আলী, মহানগর যুব লীগ সভাপতি মোঃ সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগ সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জব্বার আলী হিরা, মাহমুদুর রহমান রাজেশসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আজকের খুলনা
আজকের খুলনা