• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিএসটিআই-এর অভিযানে দুই লাখ ৭৯ হাজার টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

মানসম্মত পণ্যসামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) নভেম্বর মাসে খুলনা মহানগরীসহ বিভাগের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলায় ছয়টি মোবাইল কোর্ট ও ছয়টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।

ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী আটটি মামলা দায়ের করে এক লাখ ৬৪ হাজার তিনশত টাকা জরিমানা আদায় করে মামলাগুলো নিষ্পত্তি করে। বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে খুলনা বিসিক শিল্পনগরীর মেসার্স স্টার ফুড প্রোডাক্টস, ফুলতলার মেসার্স মিমু জুট মিলস ও খুলনার মেসার্স দেশ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে তিনটি নিয়মিত মামলা দায়ের করে। এছাড়া পূর্বে সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে দায়েরকৃত সাতটি মামলা নিষ্পত্তি করে। মেসার্স আছাদ স্টোরকে একটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা, মেসার্স প্রিন্স ফিলিং স্টেশন কালিগঞ্জকে একটি মামলায় ৫০ হাজার টাকা এবং মেসার্স এন এন ফিলিং স্টেশন ঝিনাইদহকে পাঁচটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানাসহ ফিলিং স্টেশনের ম্যানেজারকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।

বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।

আজকের খুলনা
আজকের খুলনা