• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১০ কোটি টাকা আত্মসাত,দুদকের হাতে গ্রেফতার সাতক্ষীরার ব্যাবসায়ী

আজকের খুলনা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৯  

প্রতারনার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার লস্কর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জুনায়েদ হোসেন লস্কর ওরফে বায়রনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সোমবার দুপুরে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক ফয়সাল কবির জানান জুনায়েদ হোসেন লস্কর ২০০৫ এর ২৭ সেপ্টেম্বর থেকে ২০০৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনার প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ ৪০৬৩ টাকা লস্কর ট্রেডার্সের অনুকূলে ঋণ গ্রহন করেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত এই টাকা ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজারে দাঁড়ায়।

তিনি জানান এই টাকা তিনি প্রতারনামূলকভাবে আত্মসাত করেছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট খুলনার দুদক কার্যালয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদক কর্মকর্তা নীলকমল পাল।

উপপরিচালক আরও জানান আজ দুপুরে জুনায়েদ হোসেন লস্করকে ওই মামলায় খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।

জুনায়েদ হোসেন লস্কর সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইন (ঢাকাগামী পরিবহন) এর মালিক।

আজকের খুলনা
আজকের খুলনা