• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় কোরবানির গরু আমদানি শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা নগরীর বিভিন্ন পশুর হাটে কোরবানির গরু আমদানি শুরু হয়েছে।

আজ থেকে জেলার ৪টি স্থানে পশুর হাট বসবে। ৬ আগস্ট নগরীর জোড়াগেটে পশুর হাটের উদ্বোধন হবে। জেলায় এবারে ২৮টি হাট বসবে। শুধুমাত্র বটিয়াঘাটার বারোআড়িয়ায় ছাগলের হাট বসবে কাল শুক্রবার থেকে।

সংশ্লিষ্ট সূত্র জানান, বৃহস্পতিবার কয়রা উপজেলার দেউলিয়া, পাইকগাছা উপজেলার কাশিমনগর, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ও শাহাপুরে পশুর হাট বসবে।

আগামীকাল তেরখাদা উপজেলার ইখুড়ি কাটেঙ্গা, রূপসা উপজেলার আমতলায় হাট বসবে। ৬ আগস্ট থেকে কোরবানির আগের দিন পর্যন্ত জোড়াগেটে পশুর হাট বসবে। এছাড়া ঈদের পূর্বে ৭ দিন দিঘলিয়া উপজেলার যোগীপোল বালুরমাঠ, পথেরবাজার, এম এ মজিদ কলেজ মাঠ এবং ঈদের পূর্বের ৫দিন পাইকগাছা উপজেলার বাঁকা ও জিরো পয়েন্টে পশুর হাট বসবে। এছাড়া বুধবার ফুলতলা উপজেলার তাজপুর ও ফুলতলা সদরে, দিঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা, তেরখাদা উপজেলার বিলদুরিয়া, মঙ্গলবার পূর্ব রূপসা, সোমবার আমতলা হাট, বুধবার চালনা বাজার, কয়রা উপজেলার ঘুঘরাকাঠি, মঙ্গলবার দাকোপ উপজেলার বাজুয়া বাজার, প্রতি শুক্রবার ও মঙ্গলবার কয়রা উপজেলার বামিয়া, শুক্র ও সোমবার পাইকগাছা উপজেলার গদাইপুর, প্রতি রবিবার পাইকগাছা উপজেলার চাঁদখালী, প্রতি সোমবার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল, আগামীকাল থেকে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা, ভান্ডারকোট ও বটিয়াঘাটা উপজেলা সদরে পশুর হাট বসতে শুরু করবে।

এবারে মহানগরীসহ ৯ উপজেলায় ৫১ হাজার ২৯৪টি গবাদি পশু কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা