• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৯৯৯ সার্ভিসের মাধ্যমে ৫৮ লাখ মানুষ সেবা পেয়েছে : আইজিপি

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

গত দুই বছরে বাংলাদেশ পুলিশ ৯৯৯ সার্ভিসের মাধ্যমে ৫৮ লাখ মানুষকে সেবা দিয়েছে। সাধারণ জনগণ এতে খুবই উপকৃত হচ্ছে। তাই এই সেবা অব্যাহত থাকবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আইজিপি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক, নারী শিশুদের জন্য ডেস্ক এবং অসহায় নারী শিশুদের জন্য সেবা ডেস্ক চালু করা হবে। এ সময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (এনডিসি), নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি নেত্রকোনা পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা