• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হজযাত্রীদের নিবন্ধন ২ মার্চ, জানুন খরচ

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের হজযাত্রীদের নিবন্ধন আগামী ২ মার্চ (সোমবার) থেকে শুরু হচ্ছে কার্যক্রম। চলবে ৩০ মার্চ পর্যন্ত। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় বিমান ভাড়া বাবদ এক লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন এক লাখ ৫১ হাজার ১৯০ টাকা পরিশোধ করে নিবন্ধন করতে পারবেন। তবে হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে পুরো অর্থ অবশ্যই পরিশোধ করতে হবে।

হাব সভাপতি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমান ভাড়া নির্ধারণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যারা সেবা দেবে, তারাই ভাড়া নির্ধারণ করে দেয়, এ পদ্ধতি সঠিক নয়। আগামীতে তৃতীয় পক্ষ যদি বিমান ভাড়া নির্ধারণ করে, এ দাবি জানাই। ভাড়া নির্ধারিত হওয়ার পরও প্রধানমন্ত্রীর কাছে ভাড়া কমানোর দাবি জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবের দাবির প্রতি যৌক্তিকতা পোষণ করে ২ হাজার টাকা কমান, এজন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।

তসলিম আরও বলেন, হজযাত্রীদের নিজ উদ্যোগে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। যার মেয়াদ ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে। পাসপোর্ট যাতে নির্ধারিত সময়ে পায়, এজন্য পাসপোর্ট অধিদপ্তরকে অনুরোধ করব।
 

আজকের খুলনা
আজকের খুলনা