• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সিরাজগঞ্জে ৬০ বস্তা চাল জব্দ, ইউপি সদস্যসহ আটক ৩

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

সিরাজগঞ্জে দিনভর পৃথক চারটি অভিযানে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৬০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় একজন ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ ও নান্দিনা এবং খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা এলাকায় এসব অভিযান চালানো হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের হাসিনুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ সময় হাসিনুরের ছেলে রাজুকে (৩২) আটক করা হয়। পরে একই গ্রামের আকবর আলীর (৫০) বাড়িতে অভিযান চালিয়ে ১১ বস্তা সরকারি চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বাগবাটি ইউনিয়নের নান্দিনা গ্রামে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আছিয়া খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মাহমুদ জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য আছিয়া বেগম পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকায় অভিযান চালিয়ে ১৫ বস্তা ১০ টাকা কেজি মূল্যের সরকারি চালসহ ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল-আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা