• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সিরাজগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো বিদ্যালয়

আজকের খুলনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

সিরাজগঞ্জের কাজিপুর দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে ভানুডাঙ্গা বাজারের এভারগ্রীন মাল্টিমিডিয়া নামের একটি কিন্টারগার্টেন স্কুল। এতে ওই স্কুলের শ্রেণিকক্ষ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে স্কুলের পরিচালক কামরুল ইসলাম বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কামরুল ইসলাম কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এভারগ্রীন মাল্টিমিডিয়া কেজি স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওই স্কুলে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই স্কুলে আগুন দেয়।

সংবাদ পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে স্কুলের শ্রেণিকক্ষ, আসবাবপত্র, পাঠ্যবইসহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। স্কুলের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই বাড়িতে চলে গেলে রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পাই।’

কাজিপুর থানার ওসি এ কে এম লুৎফর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আজকের খুলনা
আজকের খুলনা