• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাইকেল চালিয়ে স্কুলে যায় যে গ্রামের মেয়েরা

আজকের খুলনা

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

নানা বাধা ডি‌ঙিয়ে এগিয়ে যা‌চ্ছে নওগাঁর ব‌রেন্দ্র এলাকার নারী শিক্ষা। পি‌ছি‌য়ে থাকা এ জনপ‌দে কয়েক বছরের মধ্যে বে‌ড়ে‌ছে নারী শিক্ষার হার। প্রত্যন্ত এলাকার মেয়েরা শিক্ষায় আলোকিত হতে দূর-দূরান্ত থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। সে সাথে লড়ছে বাল্যবিবাহ ইভটিজিংসহ সমাজের নানা কুপ্রথার বিরুদ্ধেও। নারীদের আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন।
দরিদ্র দুলাল কর্মকারের মেয়ে পুষ্পিতা। স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে। নবম শ্রেণিতে পড়া নওগাঁর মহা‌দেবপু‌রের প্রত্যন্ত মমিনপুর গ্রামের মেধাবী এ কি‌শোরী‌ ৫ কি‌লো‌মিটার দূরের বিদ্যাল‌য়ে যাচ্ছে সাইকেল চা‌লি‌য়ে। এ প্রসঙ্গে পুষ্পিতা বলেন, প্রথমদিকে অনেকেই বাজে কথা বলত। বাবা এসব কথায় কান দিত না। বাবা শুধু বলত মন দিয়ে পড়ালেখা কর।

শুধু পুষ্পিতাই নয় সম‌য়ের পালাবদ‌লে ব‌রেন্দ্র এলাকার বিদ্যালয়ে সামা‌জিক বাধা ডি‌ঙিয়ে এখন দল বেঁধে সাইকেলে যাতায়াত কর‌ছে এসব শিক্ষার্থীরা। বিদ্যালয়ে নাচ গানে অংশগ্রহণ ছাড়াও লড়ছে বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজের নানা কুপ্রথার বিরুদ্ধেও।

শিক্ষার্থীরা বলেন, আমরা সাইকেল দিয়েই সবসময় স্কুলে আসি। সময় মত আসতে সুবিধা হয়।  সামা‌জিক দৃ‌ষ্টির প‌রিবর্তন হওয়ায় ঝরে পড়া রোধসহ নারী শিক্ষা বেগবান হচ্ছে বলে জানান শিক্ষকরা।

আজকের খুলনা
আজকের খুলনা