• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সরিষা ক্ষেতে বানরের আনন্দ নাচ!

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

পাশেই সংরক্ষিত বনাঞ্চল। বনের ভিতরেই সরিষা ক্ষেত। ফুল ফুটতে শুরু করেছে সবে। লোভ সামাল দিতে পারছে না বানরের দল। দলবেঁধে বানরগুলো সরিষা ক্ষেতে ফুল খেতে ছুটে যায়। সরিষা ক্ষেত পেয়ে তারা আনন্দে নাচতে শুরু করে। ফলে চাষীর চোখে সর্ষে ফোটে।

স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলে বাস করে বিপুল সংখ্যক বানর। দখল জবরদখলে দিনের পর দিন কমছে বানরের বাসস্থান। সংকট দেখা দিয়েছে খাবারের। এক সময় বানরগুলো খাদ্য সংকটে বিভিন্ন গ্রামে ও বাজারে চলে যেত।

এখন বানরের খাবার হিসাবে প্রতিদিন কিছু খাবারের সংস্থান হওয়ায় এখন এদিক সেদিক আর যায় না বানর। বনে আগের মত ফলমুলের গাছ না থাকায় হঠাৎ কোথাও ফুল ফুটলে দলবেঁধে তারা ঝাঁপিয়ে পড়ে। বনের পাশেই সরিষা আবাদ করেছেন আতাব আলী ও আরশাদ আলী।

সরিষা আবাদ করার সময় বানর চলাচলের স্থানে জাল দিয়ে বেড়া দিলেই বেশিদিন টিকেনি বেড়া। বানরের টানা হেচড়ায় বেড়ার এখন নাজুক। এরই মধ্যে মধ্যে সরিষা ক্ষেতে ফুল ফুটতে শুরু করেছে। দূর থেকে হলুদ রঙ দেখেই বানরগুলো দলবেঁধে চলে আসে সরিষা ক্ষেতে। তারা ফুল খায় আর নাচন শুরু করে। চাষী আর বানরের ধাওয়া পাল্টা ধাওয়াও চলে সরিষা ক্ষেতে।

 

সংরক্ষিত বনাঞ্চলের বনরক্ষি আইয়ুব আলী জানান, কবছর আগে জালের বেড়ায় এক বানর আটকে গিয়েছিল। পরে বানররা চাষীর উপর হামলা করেছিল।

তিনি বলেন, শুধু সরিষা না যে কোন ফসল আবাদ করলে ঘরে তোলার আগ পর্যন্ত বানরের সাথে যুদ্ধ করতে হয় চাষীদের।

আজকের খুলনা
আজকের খুলনা