• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

নূরুল আলম বলেন, ‘ইউজিসির আয়োজনে হতে যাওয়া সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই পরবর্তী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘শিক্ষা পরিষদের সভার সিদ্ধান্ত মতে সমন্বিত ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবে না। সমন্বিত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা ও শিক্ষক-শিক্ষার্থী স্বাধীনতা বিরোধী বলে মনে করেছে একাডেমিক কাউন্সিল। এছাড়া সমন্বিত ভর্তি প্রক্রিয়ার ধারণাটি এখন পর্যন্ত জটিল এবং অস্পষ্ট। এ পদ্ধতিতে প্রশ্ন ফাঁসেরও আশঙ্কা রয়েছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই মুহূর্তে এমন অস্পষ্ট এবং জটিল পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেয়ার জন্য সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারি দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইউজিসি’র সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন।

ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা