• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সংগোপনে শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত আমির

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বাসায় অতি গোপনে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নতুন নির্বাচিত আমির ডা. শফিকুর রহমান। দলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। গত ১২ নভেম্বর শফিকুর রহমানকে নির্বাচিত আমির হিসেবে ঘোষণা করে দলের নির্বাচন কমিশন।

শপথ নেবার পর প্রথমেই তিনি মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের অন্যায়ভাবে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে।’ এসময় তিনি দেশের বিচার বিভাগ নিয়েও তীব্র সমালোচনা করেন। 

জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন ও সাম্প্রতিক সময়ে নানা নাশকতা ও সহিংসতার অভিযোগ থাকার পরও তিনি দাবি করেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াত দেশের গণমানুষের কল্যাণে রাজনীতি করে আসছে। 

এছাড়া বক্তৃতায় নবনির্বাচিত আমীর বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সরকারের কঠোর সমালোচনা করেন। সম্প্রতি বাবরী মসজিদ নিয়ে ভারতের সর্বেোচ্চ আদালতের রায় তিনি প্রত্যাখ্যান করেন। 

শপথ গ্রহণের পর দেয়া বক্তৃতায় তিনি সরকার বিরোধী বিভিন্ন বক্তব্যের সাথে দলের পরবর্তী আন্দোলন কর্মসূচির বিষয়ে নির্দেশনা দেন। 


শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক আমির মকবুল আহমাদ, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ, ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা আবদুল হালিম, নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম প্রমুখ।

 

আজকের খুলনা
আজকের খুলনা